Madridbet Giriş Mislibet Giriş Süpertotobet Madridbet Giriş Madridbet Giriş অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি - Kazi IT Zone

অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি Operating system: অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম কাকে বলে? কত প্রকার ? এবং কি কি ? এই সম্পর্কে অবশ্যই আপনাদের মাঝে প্রশ্ন জাগতে পারে । আজকের আলোচনার আর্টিকেলটি ঠিক সেভাবেই আমরা আপনাদের মাজে উপস্থাপন করেছি । আজকে অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানবো ।

Operating system

আপনি যদি কম্পিউটার বা স্মার্ট মোবাইল ফোন কিংবা ল্যাবটপ ব্যববহার করে থাকেন অবশ্যই এই বিষয়টি নিয়ে আপনাকে বিশেষভাবে জানতে হবে । কারণ একটি কম্পিউটার বা স্মার্ট ফোন চালাতে গেলে আপনাকে অপারেটিং সিস্টেম অবশ্যই প্রয়োজন হবে । অপারেটিং সিস্টেম ছাড়া এগুলো চালনা করা অসম্ভব । কম্পিউটার বা ফোনের সমস্ত সফটওয়্যার বা হার্ডওয়্যারকে পরিচালনা করে এই অপারেটিং সিস্টেম ।

অপারেটিং সিস্টেম কি

আপনি কি অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে চান ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে আমরা আজকের আর্টিকেলটি অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । এখান থেকে আপনি অপারেটিং সিস্টেম সম্পর্কে অপারেটিং সিস্টেম কাকে বলে কিভাবে কাজ করে, এবং অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারনা পাবেন ।

অপারেটিং সিস্টেম কাকে বলে

অপারেটিং সিস্টেমকে আমরা system software বলতে পারি। এটার সাধারণত শর্ট নাম হলো OS. operating system . OS হলো একটি মূখ্য system software, যেটা ডিভাইসের ইউজার এবং কম্পিউটার হ্যাডওয়্যার ও সফটওয়্যার প্রোগ্রাম গুলোর মাঝে ইন্টারফেস হিসাবে কাজ করে।

ইউজারের নির্দেশ হিসাবে কম্পিউটারের প্রতিটি সফটওয়্যার প্রোগ্রাম পরিচালনার কাজ করে থাকে । আপনার কম্পিউটারে বিভিন্ন কাজ করা যেমন, বিভিন্ন সফটওয়্যার চালানো বা এপ্লিকেশন চালানো, গান শোনা, গেম খেলা ইত্যাদি এই সকল কাজ করা হয় Operating System এর দ্বারাই। আশা করি এর সম্পর্কে বুঝতে পেরেছেন ।

অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি

অপারেটিং সিস্টেম সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদেরকে অপারেটিং সিস্টেম এর প্রকারভেদ সম্পর্কে জানাটা আবশ্যক । প্রকারভেদগুলো সম্পর্কে জানলে বিষয়টি আরো সহজভাবে বুঝতে পারবেন । নিচে দেখুন অপারেটিং সিস্টেম এর প্রকারভেদ ।

সময়ের সাথে সাথে টেকনোলজির উন্নতির জন্য বিভিন্ন সময়ে অপারেটিং সিস্টেমের প্রয়োজনে সেগুলোর ও উন্নয়ন করা হয়েছে । নিচে কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি নিচে দেখুন ।

  • Simple batch system
  • Multi programming batch system
  • Network operation system
  • Multiprocessor Systems
  • Real time operating systems
  • Distributed operation system
  • Client operation system

অপারেটিং সিস্টেমের প্রধান কাজ

আমরা ইতিপূর্বে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জেনেছি । আশা করি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন । অপারেটিং সিস্টেম এর প্রধান কাজ সম্পর্কে বলতে গেলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এসে যায় । এই দুটি ছাড়া অপারেটিং সিস্টেম একাই একাই কাজ করতে পারবেন না এবং অপারেটিং সিস্টেম ছাড়া আবার হার্ডওয়্যার সফটওয়্যার কোন ইনপুট আউটপুট দিতে পারবে না ।

মূলত এই ধরনের Software > Operating System > Hardware কাজ করে থাকে অপারেটিং সিস্টেম । এর প্রধান কাজ হলো মাঝখানে থেকে সফটওয়্যারকে প্রসেস করা এবং হার্ডওয়্যারকে ব্যবহার করে আউটপুট প্রদান করা । পুরো ব্যবস্থাটাকে মাঝখানে থেকে কন্টোল করে তাকে এই অপারেটিং সিস্টেম ।

অপারেটিং সিস্টেম উপমা

অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলো সম্পর্কে সেভাবে অনেকে জানে না । কিন্তু দেখা যায় সেটি নিজের মধ্যেই সচরাচর ব্যবহার করা হচ্ছে । অনেকে জানে না যে সে নিজেই ফোনে বা কম্পিউটারে অপারেটিং সিস্টেম এর দ্বারাই কাজ করে চলেছে । কম্পিউটার বা মোবাইল ফোনের কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে উদাহরন নিচে দেওয়া হলো ।

Microsoft Windows মাইক্রোসফট উইন্ডোজ: কম্পিউটার বা ল্যাবটপে কাজ করতে গেলে প্রায় দেখা যায় অধিকাংশ কম্পিউটারে এই OS অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হয়ে থাকে ।

Google Android Os : এন্ড্রয়েড ফোনগুলোতে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় । এটি মোবাইলের খুব জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম ।

Apple IOs: বর্তমান Apple iPhone সম্পর্কে জানে না এমন মানুষ খুব কম দেখা যাবে বা নাম শুনে নি এ ধরনের মানুষ নেই বলেলেই চলে । এই াপারেটিং সিস্টেমটি শুধুমাত্র iPhone এ ব্যবহার করার জন্য উক্ত কোম্পানি এটি তৈরী করেছে । শুধমাত্র iPhone এই ব্যবহারযোগ্য ।

কম্পিউটার অপারেটিং সিস্টেম

এ সমস্ত অপারেটিং সিস্টেম দিয়ে কম্পিউটার বা মোবাইল ফোন আমরা কাজ করে থাকি । আজকের এই আলোচনা থেকে আপনারা জানতে পারলেন কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে । এ ধরনের আরো বিশেষ কিছু কম্পিউটার তথ্য নিয়ে আমরা নিয়মিত পোস্ট করে থাকি এখান থেকেই দেখতে পারবেন প্রতিদিন ।

আমাদের এই ওয়েবসাইট ঠিকানায় আপনারা নিয়মিত ভিজিট করলে কম্পিউটার সম্পর্কিত অনেক অজানা তথ্য সম্পর্কে জানতে পারবেন খুব সহজেই । কেননা আমরা এখানে সকল ধরনের আলোচনা একদম সহজভাবে উপস্থাপন করে থাকি । তাই এ ধরনের তথ্য জানতে হলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইট ঠিকানাটি শেয়ার করুন ।