কম্পিউটার সফটওয়্যার পরিচিতি
কম্পিউটার সফটওয়্যার পরিচিতি Computer Software Introduction: সফটওয়্যার হল এক ধরনের নির্দেশাবলী, ডেটা বা প্রোগ্রামের একটি সেট যা কম্পিউটার পরিচালনা করতে এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহৃত হয়। সফটওয়্যার হল একটি জেনেরিক শব্দ যা একটি ডিভাইসে চালানো অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট এবং প্রোগ্রামগুলিকে বোঝাতে ব্যবহৃত হয়। এটিকে একটি কম্পিউটারের পরিবর্তনশীল অংশ হিসাবে বলা যেতে পারে। কম্পিউটার সফটওয়্যারকে দুটি ভাগে ভাগ করা যায় । প্রত্যেকটি বিভাগের আবার আলাদা বৈশিষ্ঠ্যনুযায়ী তাদেরকেও ভাগ করা হয়েছে । এ বিষয়ে বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করেছি । নিচের আর্টিকেল থেকে বিস্তারিত দেখূন ।
Computer Software Introduction
সফটওয়্যারকে কিছু নির্দেশ , মিশ্রন এবং সংগঠক বলা হয় । কেননা বিশেষ কিছু নির্দেশনায় হার্ডওয়্যারগুলোকে কাজে লাগায় এবং কম্পিউটারে বিভিন্ন কাজ প্রসেস করে । হার্ডওয়্যার হলো ধরা ছোয়ার মতো কিছু যন্ত্রাংশ সেগুলোকে আবার সফটওয়্যার কাজ না দিলে তারা একাই কোন কাজ প্রসেস করতে পারে না । তাদেরকে প্রসেস করা হয়ে থাকে সফটওয়্যার এর মাধ্যমে ।
সফটওয়্যার হলো একটি কম্পিউটারের প্রোগ্রামকে পরিচালনা করে থাকে । বিশেষ আত্মা হিসাবে কম্পিউটার সফটওয়্যারকে বিশেষায়িত করা হয়ে থাকে । কম্পিউটার সফটওয়্যার ছাড়া কম্পিউটারের প্রোগ্রামগুলো অচল বলে গন্য হয় । সফটওয়্যার প্রসেস ছাড়া এগুলোকে চালনা করা সম্ভব নয় ।
সফটওয়্যার প্রকারভেদ
কম্পিউটার সফটওয়্যার পরিচিতি কম্পিউটার সফটওয়্যার এর প্রকারভেদ সম্পর্কে আমরা এখানে আরো আলোচনা করেছি আপনার এখান থেকে কম্পিউটার সফটওয়্যার এব বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন । বিভিন্ন প্রকার সফটওয়্যার নিয়ে আলোচিত অংশ দেখতে নিচের দিকে স্ক্রল করুন ।
কম্পিউটার সফটওয়্যারি দু্ই প্রকার । যথা:
১। সিস্টেম সফটওয়্যার
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার: সিস্টেম সফটওয়্যার সম্পর্কে বলতে গেলে এটি কিভাবে কাজ করে থাকে এবং এর গুরুত্বটা আসলে কি । এ সম্পর্কে বলা যায়, System Software হল কম্পিউটারে এমন একটি প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী এর মধ্যে ইন্টারফেস তৈরি করে। সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যক্রম এবং ফাংশন সমন্বয় করে। এটি কম্পিউটার হার্ডওয়্যারের কাজ নিয়ন্ত্রণ করে এবং অন্য সব ধরনের সফটওয়্যার কাজ করার জন্য একটি পরিবেশ বা প্ল্যাটফর্ম প্রদান করে।
অ্যাপ্লিকেশন সফটওয়্যার
অ্যাপ্লিকেশন সফটওয়্যার: প্রত্যেকটি সফটওয়্যার এর আলাদা আলাদা কাজ রয়েছে যেগুলোর দ্বারা পুরো কম্পিউটারের পোগ্রামগুলো পরিচালনা করে থাকে ।এটি মূলত কম্পিউটার সফটওয়্যার প্যাকেজ যা ব্যবহারকারীর জন্য বা কিছু ক্ষেত্রে অন্য অ্যাপ্লিকেশনের জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। একটি অ্যাপ্লিকেশন স্বয়ংসম্পূর্ণ হতে পারে, অথবা এটি কিছু প্রোগ্রামের একটি গ্রুপ হতে পারে যা ব্যবহারকারীর জন্য অ্যাপ্লিকেশনটি পরিচালনা করে থাকে ।
সফটওয়্যার
অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিশেষ ধরনের নির্দিষ্ট এবং সিঙ্গেল কাজের জন্য তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। আধুনিক অ্যাপ্লিকেশনগুলির উদাহরণগুলির মধ্যে রয়েছে গ্রাফিক্স সফটওয়্যার, ডাটাবেস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ওয়েব ব্রাউজার, সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল, ইমেজ এডিটর ইত্যাদি ধরনের সফটওয়্যার নির্দিষ্ঠ ধরনের সিঙ্গেল কাজ একাধিকবার সম্পন্ন করে থাকে । সফটওয়্যার অ্যাপ্লাই করে ওয়েব এবং বিভিন্ন গ্রাফিক্স এর কাজগুলো ও করা হয়ে থাকে । কম্পিউটারের বাহ্যিক ব্রাইজারের কাজগুলো এই সফটওয়্যার এর দ্বারাই সংগঠিত হয়ে থাকে । কম্পিউটারের বেশির ভাগ কাজের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় ।
কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার
একটি কম্পিউটার এর কাজ করতে গেলে এগুলো সফটওয়্যার খুবই প্রয়োজনীয় । যেগুলো ছাড়া কোন ডিজাইন বা কোন ধরনের টাইপিং বা কোন ব্রাউজ করতে পারবেন না । তাই সবসময় এই সফটওয়্যারগুলোর কাজ করে থাকে বেশিরভাগ মানুষ । সেগুলোর একটি লিষ্ট আমরা এখানে দিয়েছি । আারো অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা অনেকে অনেকভাবে ব্যবহার করছি । তবে সবগুলোই এখানে দেওয়া হয় নি । এখানে জাস্ট আপনাদের ধারনার জন্য নিচে কয়েকটি সফটওয়্যার উল্লেখ করা হয়েছে ।
- Antivirus Software
- Google Chrome / Firefox
- Internet download manager
- Winrar
- VLC Media Player/ KMplayer
- Bijoy52 / Avro
- Office Application
- Adobe Photoshop
- Adobe Illustrator
- Acrobat Reader
- Computer Screen Recorder
- Video Editing Software
- Audacity-audio recorder
- Cleaner
- Team Viewer
- Zoom
বেশকিছু সফটওয়্যার এর নাম এখানে আমরা দিয়ে রেখেছি । যেগুলোর কাজ আমরা অধিকাংশ সময় করে থাকি । যেমন কোন কিছুর তথ্য যাচাইয়ের জণ্য আমরা গুগল ক্রোম থেকে ব্রাউজ করি । এটি একটি নিত্য প্রয়োজনীয় সফটওয়্যার । এ ধরনের উল্লেখিত সফটওয়্যারগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি । তাই এগুলো সম্পর্কে আপনাদের ও ধারনা থাকা প্রয়োজন । আমরা এর আগের পোস্টে কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে ধারনা দিয়েছি একটি পোস্টের মাধ্যমে ।
কম্পিউটার সফটওয়্যার পরিচিতি
কম্পিউটার সম্পর্কিত অনেক তথ্য নিয়ে আমরা এই ঠিকানায় আর্টিকেল পাবলিস করে থাকি । এখানে মূলত কম্পিউটারের খুটিনাটি সম্পর্কে জানতে হলে আমাদের এই ঠিকানায় দ্রুত ভিজিট করুন । আমরা কম্পিউটারের অনেক পোস্ট এই ওয়েবসাইট এর মাধ্যমে উপস্তাপন করেছি । আশা করি আমাদের আলোচনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং এখানে অনেক গুরুত্বপুর্ন আলোচনা আছে যেগুলো আপনার উন্নতর জীবনে অনেক মূল্যবান ।
বর্তমান আধুনিকতার যুগে কম্পিউটার সকল দিক থেকেই প্রথম স্থানে আমরা জানি । সেই কম্পিউটারকে ঘিরেই অনেক মন্তব্য । এমন কোন কাজ নেই যা কম্পিউটার ব্যবহার হচ্ছে না । সকল ধরনের কাজে এর ব্যবহার বেড়েই চলছে । এজন্য কম্পিউটার সম্পর্কে আপনাদের আরো অনেক অনেক বেশি জানতে হবে । সেই বিষয় নিয়েই আমরা এই ঠিকানায় নিয়মিত পোস্ট করে থাকি । এই ঠিকানায় এলে অনায়ামে সকল তথ্য দেখতে পারবেন । আপনাদের পরিচিত বন্ধুদের সাথে আমাদের এই ওয়েবসাইট লিংকটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন । কম্পিউটারের সকল তথ্য সবার সাথেই শেয়ার করুন ।