কম্পিউটার প্রসেসর
কম্পিউটার প্রসেসর কি এর কাজ কি কত প্রকার Computer Processor : কম্পিউটার প্রসেসর কে সি পি ইউ বলা হয়ে থাকে । CPU যার পুরোটাই বলতে গেলে Central Processing Unit এটি হলো একটি কম্পিউটারের মস্তিস্কো বা ব্রাইন । এটিকে বাংলায় বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরন বিভাগ। আবার এটিকে কোন কোন সময় প্রসেসর (Processor) বা মাইক্রোপ্রসেসর (Microprocessor) ও বলা হয়ে থাকে । প্রসেসর হলো কম্পিউটারের মূর অংশ ।
Computer Processor
যদি কম্পিউটারের তাৎক্ষণিক কোন ধারণা নিতে হয় প্রথমে আমাদের জানতে হবে কম্পিউটারে থাকা CPU এর ক্ষমতা সম্পর্কে । প্রায় কম্পিউটারের সবটুকু পারফরমেন্সে সি পি ইউ এর উপর নির্ভর করে। সিপিইউ এর উপরে কম্পিউটারের গতি বা কার্যদক্ষতা নির্ভর করে থাকে । এটি একটি কম্পিউটারের ব্রেইন হিসেবে কাজ করে। তাই অন্যান্য ডিভাইস যেমন হার্ড ড্রাইভ, ট্যাব ড্রাইভ কমান্ডস কার্যকর করার জন্য প্রসেসর ব্যবহার করা হয় এবং বিভিন্ন হিসাব সমাধান করে। তাই বলা হয় প্রসেসরকে বলা হয় কম্পিউটারের মস্তিস্কো ।
কম্পিউটার প্রসেসর কি
আপনি কি কম্পিউটার প্রসেসর সম্পর্কে জানতে চাচ্ছেন? এর সঠিক কাজ সম্পর্কে ধারনা নিতে চাচ্ছেন বা প্রসেসর কত প্রকার এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন ? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন । এখানে আজকের লেখনিতে আমরা কম্পিউটারের একটি গুরুত্বপুর্ন অংশ প্রসেসর বা সিপিইউ নিয়ে াআলোচনা করেছি । বিস্তারিত দেখতে হলে বা জানতে হলে আপনারা নিচের লেখা কন্টেনগুলি ভালো করে মনোযোগ সহকারে ফলো করুন ।
CPU সি পি ইউ
সিপিইউ বা প্রসেসর যেটাকে আমরা বলি এটির মূল কাজ হলো কম্পিউটারের সকর কর্মক্ষমতা বৃদ্ধি করা বা কাজের দক্ষতা সৃস্টি করা । ভালোভাবে বলতে গেলে কম্পিউটার প্রসেসর কম্পিউটারের সকল ডাটাকে তার নিজের কাছে রেখে নিজেই প্রসেস করে সেইসকল ডাটাকে নিজের মতো করে প্রসেস করার পর আউটপুট প্রদান করে থাকে ।
আরো সহজভাবে বলা যায়, কম্পিউটার প্রসেসর কম্পিউটারের এমন এক প্রসেসিং ডিভাইস । সি পি ইউ (CPU) এটি একটি ছোট্ট ডিভাইস যা মেইনবোর্ডের একটি স্লটের মাধ্যমে যুক্ত থাকে। এবং এর উপরে একটি কুলিং ফ্যান লাগানো থাকে যেটির মাধ্যমে প্রসেসরকে ঠান্ডা করা হয়। এর ফলে প্রসেসর গতি মাদার বোর্ড এর সহিত কাজে অংশ নেয়। প্রসেস করার পরে খুব দ্রুত ডাটাকে আউটপুট প্রদান করে থাকে ।
Central Processing Unit
সিপিইউ কোর হলো চারটি ।
- Dual core
- Quad core
- Hexa core
- Octa core
Dual core (ডুয়েল কোর): আমরা জানি (Dual) ডুয়েল অর্থ দুইটি, সুতরাং এ ধরনের সি পি ইউ গুলোতে দুটি প্রসেসর ইউনিট থাকে। তাই এই প্রসেসরগুলোকে ডুয়েল কোর (Dual core)প্রসেসর বলা হয়। বর্তমানে এধরনের পিসিকে সাধারণ কাজে ব্যবহার করা হয়।
Quad core (কোয়ারড কোর): এটি বোঝাই যাচ্ছে যে, Quad মানে চারটি অর্থাৎ এই ধরনের প্রসেসরের চারটি প্রসেসিং ইউনিট থাকে। তাই এ ধরনের প্রসেসর গুলোর দাম অনেক বেশি হয়। Quad core প্রসেসর অনেক শক্তিশালী একসাথে অনেক গুলো কাজ সহজেই করা যায়।
Hexa core (হেক্সা কোর): Hexa নাম শুনেই হয়তো বা আপনারা অনুধাবন করতে পারছেন। এই ধরনের সেন্টার প্রসেসিং (CPU) ইউনিটগুলোতে কতটি প্রসেসিং ইউনিট থাকে। এটিতে ছয়টি প্রসেসিং ইউনিট থাকে। তাই এটি অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন।
Octa core (অক্টা কোর): যে সি পি ইউ (CPU)তে আটটি আলাদা আলাদা প্রসেসিং ইউনিট রয়েছে সেই ধরনের CPU গুলোকে Octa core শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি আবার Intel i5 এবং Intel i7 এর চেয়েও দামি এবং দ্রুতগতিসম্পন্ন। Intel core i7 processor এর 9th generation এর পরের processor গুলোই Octa core (অক্টা কোর) শ্রেণীর অন্তর্ভুক্ত।
আবার সিপিইউ এর ভাগ হলো মোট চারটি । এগুলো সাধারনত CPU এর ভিতরে থাকে ।
- ALU
- Cash memory
- FPU
- Registers
কম্পিউটার প্রসেসর এর কাজ
কম্পিউটার প্রসেসর এর অনেক কাজ যো একটি কম্পিউটারের সিংহভাগ বলা যেতে পারে । সকল ডাটাকে প্রসেস করে একটি সম্পুর্ন আউটপুট প্রদান করে তাহলে একটি প্রসেসর এর কোন ধরনের কাজ করে থাকে আমাদের সেই সম্পর্কে জানতে হবে । এছাড়া কম্পিউটারে সি পি ইউ এর অনেকগুলো কাজ রয়েছে যা নিচে সংক্ষেপে দেওয়া হলো ।
- কম্পিউটারের সব অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ।
- মেমোরি ইন পুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটার আদান।
- মেমোরি থেকে ডাটা ও ইনস্ট্রাকশন নেয়া।
- ইনস্ট্রাকশন গুলোকে ডি কোড করা।
- গাণিতিক ও বুদ্ধিমূলক কাজ বা সিদ্ধান্ত হল কাজে অংশগ্রহণ করা।
- কম্পিউটারের মেমোরিতে স্টোর করা প্রোগ্রাম নির্বাহ করা।
- ইনপুট ও আউটপুট অংশ গুলোর সাথে যোগসূত্র স্থাপন করা।
এছাড়াও আরো অনেক কাজ কম্পিউটারের করে থাকে এই কম্পিউটারের মূল অংশ প্রসেসর । আপনারা এখানে সংক্ষিপ্ত আকারের কাজের বিবরণ দেখতে পাচ্ছেন । এগুলো জানা থাকলে আপনার অনেকটা ধারনা আসবে যে একটি কম্পিউটার প্রসেসর কতটা কাজ করতে পারে । এবং ধারনা আসবে কিভাবে কাজ করে থাকে ।
কেন্দ্রীয় প্রক্রিয়াকরন বিভাগ
আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কম্পিউটার প্রসেসর সম্পর্কে মোটামুটি জানতে পারলাম । আশা করি কম্পিউটার সিপিইউ সম্পর্কে অনেকটাই ধারনা চলে এসেছে আপনাদের মাঝে । আপনি যদি কম্পিউটার চালনা করে থাকেন । তবে আপনাকে এই সমস্ত কম্পিউটারের মূল অংশগুলো সম্পর্কে জ্ঞান থাকা বা জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ন বলে আমরা মনে করি । আপনি কোন ধরনের পিসি সাজাতে চান বা আপনি কোন কোরের ্রপসেসর দিয়ে কম্পিউটার টি সাজাবেন । এবং কত কোর বিশিষ্ট কোর লাগালে আপনার কাজের গতি বাড়বে বা আপনি ভালো করে কাজ করতে পারবেন । এগুলো সম্পর্কে জানতে হলে আপনাকে কম্পিউটারের এ সমস্ত বিষয় সম্পর্কে অবশ্যই ভালোভাবে জ্ঞান থাকতে হবে ।
তো আশা করি আজকের লেখাটি আপনাদের ভালো লেগেছে । কম্পিউটার এর প্রসেসর সম্পরর্কে জানতে পেরে অনেক উপকার হয়েছে । এ ধরনের তথ্য প্রতিনিয়ত পেতে হলে আমাদের কাজী আইটি জোন ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের ঠিকানাটি শেয়ার করতে ভুলবেন না ।