কম্পিউটার অফিস এপ্লিকেশন
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স Computer Office Application Course: কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সটি হলো কম্পিউটারের বেসিক প্যাকেজিং কোর্স । ৬ মাস বা ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন এর বেসিক ধারনা হিসাবে এখানে বিভিন্ন ধরনের অফিস এপ্লিকেশন এর আওতাভুক্ত কাজগুলো শেখানো হয় ।
Computer Office Application Course
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স এর বিষয়সমূহ নিয়ে আজকের আলোচনাগুলো আমরা এখানে বিস্তরিতভাবে তুলে ধরেছি । কাজী আইটি জোন ওয়েব ঠিকানায় আপনারা আজকের লেখনি থেকে কম্পিউটার অফিস এপ্লিকেশন সম্পর্কে খুটিনাটি জানতে পারবেন ।
আপনি কি কম্পিউটার অফিস এপ্লিকেশন সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে আমরা কম্পিউটার অফিস এপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । কোর্সটি সম্পর্কে জানতে হলে আমাদের কন্টেনটি ভালোভাবে দেখূন ।
কম্পিউটার অফিস এপ্লিকেশন
যে সকল সফটওয়্যারের মাধ্যমে আমরা অফিসিয়াল কোন কাজ করে থাকি সেই সকল সফটওয়্যারকে আমরা মূলত অফিস অ্যাপ্লিকেশন বলে থাকি। আর এই বিষয়ের উপর বিশেষ কোনো কোর্স করাকেই কম্পিউটার অফিস কোর্স হিসাবে আমরা চিনে থাকি । এই বিষয়টি জানা নাই এমন কোন ব্যক্তি বর্তমান খুঁজে পাওয়া মুশকিল । এই অফিস কোর্সটি নিয়েই আজকের আলোচনাতে দেখুন নিচের অংশ থেকে ।
মূলত কম্পিউটার অফিস এপ্লিকেশন সম্পর্কে যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেগুলো নিচে আলোচনা দেখুন ।
কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন হিসেবে নিচের চারটি সফটওয়্যার বিশেষভাবে উল্লেখযোগ্য।
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word)
- এক্সেল (Excel)
- এক্সেস (Access)
- পাওয়ার পয়েন্ট (Power Point)
বিশেষ করে এই কয়েকটির উপরের বেসিক ধারনা দেওয়া হয় । এখানে মাত্র কয়েকটি ভাগ দেখলেও এর ভিতরে রয়েছে অনেক ধরনের কাজ যা একটি কোর্সে সম্পুর্নভাবে শিখানো হয় । তো চলুন আজকে এই কয়েকটি কাজ নিয়ে আমরা আলোচনা করি এগুলোর বিস্তারিত ।
এছাড়াও এই কোর্সে বিভিন্ন কাজ শেখানো হয় । শুধুমাত্র কোর্সের নির্ধারিত শিক্ষা ছাড়াও ইন্টারনেট ব্রাউজিং এবং ই-মেইল ও প্রজেক্টরসহ বিভিন্ন প্রোগ্রাম চালানো শিখানো হয়ে থাকে ।
এপ্লিকেশন কোর্স এর বিষয়সমূহ
মাইক্রোসফট ওয়ার্ড: জনপ্রিয় টাইপিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড টাইপিং এর জগতে এখনও সবার শির্ষে অবস্থান করছে। ইজিলি কিছু লেখার জন্য এই প্রোগ্রামটি ব্যবহার করা হয়। এর মাধ্যমে আপনি অফিসিয়াল বিভিন্ন কাজ যেমন, কোন আবেদন পত্র লেখা, কোন দাওয়াত কার্ড এ লেখা, জমির দলিলাদি লেখাসহ যে সকল কাজে লেখার প্রয়োজন সব ক্ষেত্রেই মোটামুটি ব্যবহার করা হয়। তবে এই প্রোগ্রামটি এখন শুধুমাত্র লেখালেখিতেই সীমাবদ্ধ নয় বরং গ্রাফিক্স সেকশনেও বিশেষ ভূমিকা রেখেছে। আপনি গ্রাফিক্সের অনেক কাজ এই প্রোগ্রামের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন।
এক্সেল: অফিসিয়াল হিসাব নিকাশের একটি সেরা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এর মাধ্যমে যে কোন হিসাব নিকাশ অনায়াসেই করা সম্ভব। এই প্রোগ্রামটি ব্যবহার করে আমরা বিভিন্ন পরীক্ষার ফলাফল ইজিলি ক্রিয়েট করতে পারি। আপনি যদি কোন গাণিতিক টার্ম ব্যবহার করতে চান তবে এক্সেল সেরা । বিভিন্ন কোম্পানি তাদের কর্মীদের মাঝে বেতন-ভাতা প্রদান করে থাকেন। এ ধরণের বেতনশীট তৈরী করা হয় এক্সেল শিটে। পরীক্ষার্থীদের রেজাল্ট শীট তৈরী করতে কাজে লাগে এক্সেল ।
পাওয়ার পয়েন্ট: পরিচিতি কার্ড, বিজনেস কার্ড, দাওয়াত কার্ড, এনিমেশন, বিভিন্ন স্লাইডশো তৈরী করার জন্য পাওয়ার পয়েন্ট অফিসিয়াল প্রোগ্রামের এক বিশেষ সফটওয়্যার। ওয়েব ডিজাইনারদের অনেকেই এটি তাদের কাজের একটি অংশ হিসেবে রাখেন। এর মাধ্যমে স্লাইডশো তৈরী করে বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে থাকেন।
এক্সেস: আপনি হয়তো ডাটাবেইজ নামটির সাথে পরিচিত। একজন ইন্টারনেট ব্যবহারকারী সচরাচর ডাটাবেইজ এর সাথে পরিচিত হয়ে থাকেন। কেননা কম্পিউটার ব্যবহারের সময় বিভিন্ন ধরণের ফাইল আমাদের স্টোর করে রাখার প্রয়োজন পড়ে। কখনও ভেবেছেন কি এসব ফাইল কোথায় রাখা হয়।
প্রয়োজনীয় সকল ডকুমেন্টস গুলো স্টোর করে রাখার জন্য নিশ্চয় কোন না কোন জায়গার প্রয়োজন হবে তাই নয় কি? এসব তথ্যকে যে জায়গায় স্থাপন করা হয় সেটাই ডাটাবেইজ। মাইক্রোসফট এক্সেস মূলত ডাটাবেইজ সংক্রান্ত প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরণের টেবিল তৈরী করে ডাটা স্তরে স্তরে সাজানো যায়। ফর্ম তৈরী করা যায় এবং এই ফর্মের মাধ্যমে ডাটা সাবমিট করা যায়।ৎ
এছাড়াও অনেক কাজ আছে অফিস এপ্লিকেশন কোর্স সিস্টেমে । এখানে আমরা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের ধারনা দেওয়ার জন্য তুলে ধরেছি । আপনারা চাইলে এখানে আরো অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন আমাদের হোমপেজ থেকে ।
অফিস অ্যাপ্লিকেশন সিস্টেম
অফিস এপ্লিকেশন কোর্সে অনলাইনে বা সাধরনভাবে বিভিন্ন কোর্স বর্তমান শিক্ষা দেওয়া হয় । এ ধরনের বেসিক ধারনা বা কোর্স করতে হলে আমাদের কাজী আইটি জোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন । আমাদের সাথে যোগ্যাযোগের জন্য হোমপেজে ফেসবুক এবং কন্টাক্ট করার জন্য নির্ধারিত সিস্টেম দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ।
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স করতে হলে আমাদের সৃুদক্ষ প্রশিক্ষকের কাছে আজই যোগাযোগ করুন । এছাড়াও হোমপেজ থেকে ঠিকানা নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন । আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কোর্স স্মপর্কে দেওয়া আছে এর মধ্যে আপনি যেকোন কোর্সটি আমাদের কাছে করতে পারবেন । এবং কোর্স শেষে কারিগরি বোর্ড কর্তৃক অনুমদিত সার্টিফিকেট পাবেন । আপনার যেকোন চাকরির ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ন ।
তাই দেরি না করে আজই যোগযোগ করুন কাজী আইটি জোন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ।হোমপেজ থেকে বিস্তারিত দেখতে পারবেন । আমাদের সম্পর্কে জানতে হলে উক্ত ওয়েব ঠিকানায় উল্লেখিত সকল তথ্য দেখুন ।