কম্পিউটার নেটওয়ার্ক
কম্পিউটার নেটওয়ার্ক Computer Network– কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন একটি ব্যবস্থা যাতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় । এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারের প্রেগ্রাম পরিচালনা করা যায় । কম্পিউটার নেটওয়ার্ক হল তার, অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল লিঙ্কের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত কম্পিউটারগুলির একটি গ্রুপ যাতে বিভিন্ন ডিভাইস একটি নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।
Computer Network
আপনি কি কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানতে চাচ্ছেন ? বা কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে সে বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে আজকের এই পোস্টের মাধ্যমে আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । এখান থেকে আপনারা কম্পিউটারের নেটওয়ার্ক এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন । এবং কম্পিউটার নেটওয়ার্ক বর্তমান সময়ে কোন কোন গুরুত্বপূর্ন কাজগুলো করে থাকে সে সম্পর্কে বিস্তাুরিত জানতে পারবেন । নিচে এর বিস্তারিত দেখুন ।
কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ
ব্যবহারকারী তথা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কের উৎপত্তি হয়েছে। কম্পিউটার নেটওয়ার্কের বিষয়ে বলতে গেলে আমাদের আগে কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকারভেদ সম্পর্কে জানতে হবে । এবং প্রত্যেকটি নেটওয়ার্কের বিষয়ে অবগত থাকতে হবে । তাহলে একটি কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা ধারনা আাসবে । এজন্য আমরা নিচে থাক বিভিন্ন প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার এবং কি কি এ সম্পর্কে জানুনন নিচের কন্টেন থেকে ।
মালিকানা ভিত্তিতে নেটওয়ার্ক ২ প্রকার
মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক কে ২ ভাগে ভাগ করা হয়েছে । নিচে এর প্রকারভেদ সম্পর্কে দেখুন ।
প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)
পাবলিক (Public Network)
টপোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত চার প্রকার
স্টার টপোলজি
রিং টপোলজি
বাস টপোলজি
মেশ টপোলজি
কার্যাবলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক দুই প্রকার
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ প্রকার
লোকাল-এরিয়া নেটওয়ার্ক (LAN)
ওয়াইড-এরিয়া নেটওয়ার্ক (WAN)
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)
লোকাল-এরিয়া নেটওয়ার্ক (LAN)- LAN এর পুর্নরুপ হলো Local Area Network একটি LAN হল একটি শারীরিক অবস্থানে সংযুক্ত ডিভাইসগুলির একটি সংগ্রহ, যেমন একটি বাড়ি বা একটি অফিস৷ একটি LAN ছোট বা বড় হতে পারে, এক ব্যবহারকারীর সাথে একটি হোম নেটওয়ার্ক থেকে শুরু করে হাজার হাজার ব্যবহারকারী এবং ডিভাইস সহ একটি বড় এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পর্যন্ত। একটি LAN-এ তারযুক্ত এবং বেতার উভয় ডিভাইসই থাকতে পারে। আকার নির্বিশেষে, একটি LAN এর বিশেষ বৈশিষ্ট্য হল এটি একটি একক, সীমিত এলাকায় থাকা ডিভাইসগুলিকে সংযুক্ত করে।
ওয়াইড-এরিয়া নেটওয়ার্ক (WAN)- WAN এর পুর্নরুপ হলো Wide Area Network একটি WAN একটি বৃহৎ ভৌগলিক এলাকা জুড়ে বিস্তৃত এবং পৃথক ব্যবহারকারী বা একাধিক LAN কে সংযুক্ত করে। ইন্টারনেটকে WAN হিসাবে বিবেচনা করা যেতে পারে। বড় প্রতিষ্ঠানগুলি তাদের বিভিন্ন সাইট, দূরবর্তী কর্মচারী, সরবরাহকারী এবং ডেটা সেন্টারের সাথে সংযোগ করতে WAN ব্যবহার করে যাতে তারা অ্যাপ্লিকেশন চালাতে এবং প্রয়োজনীয় ডেটা অ্যাক্সেস করতে পারে। WAN-এ শারীরিক সংযোগ লিজড লাইন, সেলুলার সংযোগ, স্যাটেলাইট লিঙ্ক এবং অন্যান্য উপায়ের মাধ্যমে যুক্ত করা যেতে পারে।
মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN)- MAN এর পূর্নরুপ হলো Metropolitan Area Network. মেট্রোপলিটন নেটওয়ার্ক (LAN) লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে বেশি পরিমান দুরে পরিবহন করতে পারে । মেট্রোপলিটন নেটওয়ার্কত বলতে আমরা জানি ছোট একটি শহর বা ছোট অঞ্চর নিয়ে গঠিত নেটওয়ার্ক এরিয়া । এখানে পুরো শহর বা অঞ্চল মিলে বিভিন্ন স্থানের সংযুক্ত কম্পিউটার সমূহের পরিচালনার যে মাধ্যম বা নেটওয়ার্কিং সিস্টেম সেটি হলো মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক । যেমন রাউটার, মাইক্রোওয়েভ, সুইচ ইত্যাদি ।
সুইচিং কৌশলের উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা হয়
বিভিন্ন সুইচ সিস্টেম ব্যবহার করে নেটওয়ার্ক পরিচালনা করে থাকে । এখানে বিষয়টি আরো অনেক সহজহভাবে বলতে গেলে যেকোন সুইচ ব্যবহার করে যে নেটওয়ার্ক এর মাধ্যমে কম্পিউটারের তথ্য আদান প্রদান বা পেগ্রাম পরিচালনা করা হয় সে ধরনের নেটওয়ার্ক হলো সুইচ নেটওয়ার্কিং ।
সার্কিট সুইচ নেটওয়ার্ক
ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক
প্যাকেট সুইচ নেটওয়ার্ক
নির্মান কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ক মূলত ২ প্রকার।
পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক
ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক
কম্পিউটার নেটওয়ার্ক
একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারগুলোর প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে এই কম্পিউটার নেটওয়ার্ক গুরুত্বপুর্নভাবে কাজ করে । নেটওয়ার্কের ক্ষেত্রে ধরুন একটি অফিসে থাকা ৫টি কম্পিউটারে সংযোগ দিয়ে এক কম্পিউটার থেকে বাকি কম্পিউটারগুলোতে কাজ করতে পারবেন এই কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে । এবং একটি প্রিন্টার ব্যবহার করে সেই নেটওয়ার্কের মাধ্যমে বাকি কম্পিউটারগুলোর কাজ সম্পন্ন করা সম্ভব ।
কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমরা অনেক কিছু এখানে আজকের পোস্টটির মাধ্যমে জানতে পারলাম । আমাদের এই ওয়েবসাইটে থাকা এ ধরনের গুরুত্বপুর্ন তথ্যগুলো দেখতে হলে নিয়মিত ভিজিট করতে ভুলবেন না । এখানে কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য আমরা পাবলিস করে থাকি । কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে এবং এর প্রকারভেদ সম্পর্কে আজকে এই পোস্টে আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । নিত্য নতুন কম্পিউটার বিষয়ক যেকোন তথ্য পেতে আমাদের কাজী আইটি জোন ডট নেট ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ।