কম্পিউটার মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন
কম্পিউটার মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কি : Computer Multimedia and Animation-কম্পিউটার মাল্টিমিডিয়া ও এনিমেশন কোর্স করার উপায় এবং সকল ধরনের কাজের বিবরণসহ বিস্তারিত আলোচনা আমরা আজকের এই পোস্টের মাধ্যমে করেছি । আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই কম্পিউটার মাল্টিমিডয়া এবং এনিমেশন সম্পর্কে ধারনা নিতে পারবেন । বর্তমানে কম্পিউটার মাল্টিমিডিয়া ও এনিমেশন এর কাজ জানলে অনেক ভাবে ইনকাম করা যায় । এটি আপনি কিভাবে শিখবেন এবং কিভাবে কাজ করবেন সকল কিছু আমরা বিস্তারিত ভালো করে বুঝিয়ে দিবো আজকের এই লেখনির মাধ্যমে । আপনি কাজটি করতে পারবেন কি না এই কাজগুলোর আপনার জন্য ভালো কি না সকল বিষয় সম্পর্কে বিস্তাতি দেখুন ।
Computer Multimedia and Animation
আপনি কি কম্পিউটার মাল্টিমিডিয়া এবং এনিমেশন কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে আমরা আজেকের লেখনি থেকে কম্পিউটার মাল্টিমিডিয়া এবং এনিমেশণ কোর্সটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । আপনারা চাইলেই এখান থেকে কোর্সটি সম্পর্কে ভালো করে জেনে কোর্সটি করার আগ্রহ বাড়িয়ে দিবে আমাদের আজকের এই পোস্টটি । আশা করি সম্পুর্ন আর্টিকেলটি ফলো করবেন । নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে । দেখুন
কম্পিউটার মাল্টিমিডিয়া
কম্পিউটার মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কোর্সের কাজগুলো হলো একদম আপার লেভেলের কাজ এগুলো করতে হলে আপনাকে ভালো মানের প্রশিক্ষক অথবা মাল্টিমিডিয়া পোগ্রামার কাছ থেকে বিষয়টির খুটিনাটি ভালো করে জেনে নিতে হবে । কাজ শেখার ক্ষেত্রে আপনাকে হতে হবে অনেক এডভ্যান্স ।
কোর্সটি আপনার জন্য উপযুক্ত কি না
যেকোনো জব অরিয়েন্টেড প্রফেশনাল কোর্স করার আগে প্রথমেই যেটা জেনে নেওয়া দরকার তা হল যে জিনিসটা শিখতে যাচ্ছেন সেটার প্রতি আপনার ভালোলাগা বা ভালোবাসা আছে কিনা? মাল্টিমিডিয়া ও অ্যানিমেশন কোর্স এর ক্ষেত্রে ক্রিয়েটিভি টি থাকা খুব প্রয়োজন। এর পাশাপাশি ছবি আঁকা, কার্টুন দেখা , অনলাইনে গেম খেলা বা আপনি যদি অ্যানিমেশন ফিল্ম দেখতে ভালোবাসেন অথবা ক্রিয়েটিভ জিনিস পছন্দ করেন তাহলে নির্দ্বিধায় বলা যায় এই কোর্সটি আপনার জন্য। কারন আপনার সাথে ঘটে যাওয়া প্রতিদিনের যে ছবি দেখা এবং বিভিন্ন ধরনের গেমস খেলা এগুলোর পিছনে রয়েছে মাল্টিমিডিয়া এবং এনিমেশনের কাজগুলো । তাই আপনার কাছে ক্রিয়েটিভিটি থাকলে নি:সন্দেহে আপনি এই কোর্সটি করতে পারেন ।
কম্পিউটার মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কোর্সের যোগ্যতা
আপনি কিভাবে একটি মাল্টিমিডিয়া এবং এননিমেশন কোর্সে ভর্তি হতে পারবেন এবং আপনার কোন কোন কোর্সগুলো করলে একজন ভালো মানের ক্রিয়েটার হতে পারবেন । মূলত এই কাজগুলোর শেখার পিছনে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন চলুন তাহলে সেই বিষেয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই ।
মূলত এই কোর্স কে তিনটি ভাগে ভাগ করা যায়।
১. সার্টিফিকেট কোর্স
২. ডিপ্লোমা কোর্স
৩. ডিগ্রী কোর্স।
মাধ্যমিক পাশ করলেই সার্টিফিকেট কোর্স এ ভর্তির সুযোগ মেলে। আর উচ্চমাধ্যমিক পাশ হলে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন। আপনি চাইলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে এই ধরনের কোর্সে ভর্তি হতে পারেন। এতে করে কলেজের ডিগ্রির পাশাপাশি এই কোর্সটি ও করে নিতে পারলেন। এবং দেখা যাচ্ছে যে আপনার লেখাপড়ার শেষ হতে হতে হতে কোর্সটি কমপ্লিট হলে ভাগ্য ভালো হলে পেতে পারেন কোন বড় ধরনের চাকরি এই কোর্সের উপরেই ।
মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কোর্স
আপনি হয়তো জানেন না এই কোর্সের উপরেই এখন অব্দি এত পরিমান চাহিদা যা আপনাকে বলে বুঝিয়ে দেওয়াটা অসম্ভব । বিশেষ করে ভারতে এই কোর্সের উপরেই দিচ্ছে ভালো ভালো মানের বেতনের চাকরি । আমাদের দেশেও এ ধরনের অনেক কোম্পানি আছে যারা এই কোর্সের অধীনে ভালো মানের ক্রিয়েটার বা ডিজাইনারদের তাদেরকে বেছে নিচ্ছে । দিন যতই গড়িয়ে যাচ্ছে এগুলোর চাহিদা ততই বেড়েই চলেছে । তাই আপনার কমপক্ষে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাকেই কাজে লাগিয়ে কোর্সটি সম্পুের্ন করার সিদ্ধান্ত নিন । আশা করি ভালো ফলানফল বয়ে আনতে পারবেন ।
মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কোর্সে যা শিখবেন
ক্যারেক্টার ডিজাইন, মডেলিং, লাইটিং যেকোনো জিনিসের রং করা, ভিজুয়ালাইজেশন,ব্যাকগ্রাউন্ড,সাউন্ড ভিডিও এডিটিং, নিজের কোন বিষয়কে চলন্ত ও জীবন্ত করার পদ্ধতি,2 D ও 3 D অ্যানিমেশন ইত্যাদি। তবে কি শেখানো হবে তা নির্ভর করবে প্রতিষ্ঠান অনুযায়ী । এবং প্রতিষ্ঠানের কোর্স ভেদে এই কাজগুলো আলাদা আলাদা করে ভিন্নতা রয়েছে । আপনি কোন লাইনে যাবেন সেটি নির্দেশ করে আপনার কাজের উপরেই । তাই যাদের যে ধরনের কাজগুলো ভালো লাগবে বা আগ্রহী সেই ধরনের কাজ করে সেখানেই প্রফেশনাল মান তৈরী করে নিতে হয় ।
কোর্স শেষে চাকরির সুযোগ
কোর্স তো শিখলেন, এবার জানা দরকার কোথায় চাকরি পাওয়া যায় এবং শুরুতে বেতন হবে। এই কোর্স শেষে এডুকেশন সেক্টর, মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, , অ্যাডভার্টাইজিং এজেন্সি, স্টুডিও , গেমিং ইন্ডাস্ট্রি ,ই কমার্স, ডিজিটাল মিডিয়া , প্রিন্টিং অ্যান্ড প্রেস এ কাজ মেলে। অ্যানিমেটর , গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও এডিটর বা আর্টিস্ট পোস্টে চাকরি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি সরকারি চাকরির এ ধরনের পোস্টে এপ্লাই করলে মিলে যেতে পারে সরকারি চাকরির সুযোগ ।
কম্পিউটার কোর্স সম্পর্কে জানুন
ভালো প্রতিষ্ঠান থেকে আপনি এ ধরনেরে একটি কোর্স করে বের হতে পারলে চাকরির শুরুতে বা আপনি যদি মনে করেন বাড়িতে বসে আপনি বিভিন্ন কাজের মাধ্যমে টাকা ইনকাম করবেন । সেটিও করতে পারবেন । ফ্রিল্যান্সিং পেশা নিয়ে স্বাধীনভাবে কাজ করতে চাইলে সেটি বেটার হয় । শুরুতে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা বেতন হলেও কয়েক বছর এর অভিজ্ঞতা হয়ে গেলে ৫০ বা ৬০ হাজার টাকা পর্যন্ত ও বেতন পেতে পারেন। চাকরির পাশাপাশি চাইলে আপনি নিজেই স্টুডিও তৈরি করে ব্যবসা শুরু করতে পারেন।
সুতরাং বলা যায় আপনি কোর্সটি সম্পুর্ন করতে পারলে বিভিন্নভাবে কাজ করতে পারবেন এবং চাকরি হিসাবে সরকারি চাকরিও পেতে পারেন । তাই কোর্সটি শেখার ক্ষেত্রে আপনার আগ্রহ এবং পরিশ্রম দুটোই প্রয়োজন আছে । এ ধরনের কাজ করে এখন অনলাইনের মাধ্যমে অনেক অনেক মানুষ কাচা টাকা ইনকামে ব্যস্ত গহয়ে পরেছে । আপনি পারেন এ ধরনের সুযোগ তৈরী করে নিতে ।
মাল্টিমিডিয়া কোর্স
আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারলেন আজকের এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে । একটি কোর্স করলেই কিভাবে কোন জায়গা থেকে ক্যারিয়ার গঠন হয়ে যাবে সেটা আপনি জানতে পারবেন না । আমাদের ইনস্টিটিউট কাজী আইটি জোন থেকে প্রতি বছর এ ধরনের কোর্সগুলো করানো হয়ে থাকে । আপনারা হোমপেজ দেখলে আমাদের সেবাসমূহ বা কোর্সসমূহ দেখতে পারবেন । সেখান থেকে আপনি যেকোন কোর্সে ভর্তি হতে পারবেন । ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যোগাযোগের ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে ।
এনিমেশন কোর্স
এছাড়াও আমাদের এই ঠিকানায় নিয়মিত দে;খতে পারবেন কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন আপডেট তথ্যগুলো । এখানে কম্পিউটারের সকল বিষয়ের উপরেই আলাদা আলাদা করে আর্টিকেল সেট করা আছে আপনাদের ধারনার প্রসার ঘটাতে আমাদের এই আর্টিকেলগুলো নিয়মিত ফলো করতে পারবেন । আশা করি আমাদের নিয়মিত এ ধরনের আপডেট তথ্যগুলো দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ।