কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি Computer Mother Board Introduction: আজকে আমরা জানবো কম্পিউটার মাদারবোর্ড কি কত প্রকার এবং কি কি এর কাজ কি বিস্তারিত তথ্য সম্পর্কে । কম্পিউটারের একটি অপরিহার্য অংশ হলো এই মাদারবোর্ড । মাদারবোর্ড ছাড়া কম্পিউটার কল্পনা করা যায় না । মাদার (Mother) মানে হচ্ছে মা । মা শব্দটির অর্থ কি হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন । একজন মা ছাড়া যেমন সন্তানের কথা চিন্তা করা যায় না । ঠিক সেরকমি মাদারবোর্ড ছাড়া কম্পিউটারকে চিন্তা করা যায় না । তাহলে চলুন মাদারবোর্ড সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানি ।

Computer Mother Board Introduction

কম্পিউটার মাদারবোর্ড হলো একটি প্রিন্টেট ইলেকট্রনিক্স কম্পোনেট যুক্ত সার্কিট বোর্ড । যা কম্পিউটারের মূল ফাউন্ডেশন হিসাবে কাজ করে থাকে । কম্পিউটার মাদারবোর্ড পিসিতে ভিতরে বডির গায়ে লাগানো থাকে । এর উপরেই সকল ধরনের যন্ত্রাংশ সেট করা হয়ে থাকে । মাদারবোর্ড সকল ডিভাইসের নিয়ন্ত্রন করে । সুতরাং বলা যায় যে কম্পিউটার মাদারবোর্ড হলো যে ডিভাইসের সাথে কম্পিউৃটারের অন্যান্য সকল ডিভাইস বা যন্ত্রাংশ যুক্ত হয়ে একটি পরিপূর্ন কম্পিউটারে রুপ দেওয়া হয় তাকেই মাদারবোর্ড বলে ।

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি- মাদারবোর্ড সম্পর্কে আদি তথ্য ঘাটলে দেখা যায় সর্বপ্রথম মাদারবোর্ড ব্যবহৃত হয় ১৯৮১ সালের আ.বি.এম পারসোনাল কম্পিউটারে প্রথম মাদারবোর্ড সেট করা হয় এবং এটি মাদারবোর্ড হিসাবে বিবেচনা করা হয় । আবিএম কোম্পানি এটিকে প্লানার হিসাবে নামকরনও করে থাকেন । অনেক মানুষ এটিকে প্লানার হিসাবে চিনে থাকেন ।

মাদারবোর্ড এর আরো অনেক নাম আছে যেমন; এমবি,মেবো, মেইন বোর্ড, সার্কিট বোর্ড,মেইন সার্কিট বোর্ড, প্ল্যানার বোর্ড ইত্যাদি হিসাবে মানুষ চিনে থাকে । এবং বিভিন্ন নামে এটিকে বলে থাকে ।

কম্পিউটার মাদারবোর্ড

কম্পিউটার সম্পর্কে জানে না এমন মানুষ বর্তমান যুগে পাওয়া খুবই দুস্কর । সেই দিক থেকে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে এখন সবাই মোটামুটি জ্ঞাত । তবুও অামরা আপনাদের সুবিধার জন্য নিচে একটি পূর্নাঙ্গ মাদারবোর্ড এর ছবি দিয়ে রেখেছি । আপনারা জানতে পারবেন মাদারবোর্ড কেমন এবং সেখানে কি কি যন্ত্রাংশ লাগানো থাকে । নিচের ছবি থেকে দেখুন ।

কম্পিউটার মাদারবোর্ড কত প্রকার ও কি কি

কম্পিউটার মাদারবোর্ড সাধারনত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে । এগুলোকে মার্কেট লেবেল এবং কাজের ক্ষমতা,উৎপাদন, ব্যবহারের উপর ভিত্তি করে তৈরৗ করা হয়েছে । নিচের অংশ থেকে প্রকারভেদগুলো লক্ষ্য করুন ।

  • স্ট্যান্ডার্ড এটিএক্স মাদারবোর্ড
  • মাইক্রো এটিএক্স মাদারবোর্ড
  • মিনি আইটিএক্স মাদারবোর্ড
  • ন্যানো আইটিএক্স মাদারবোর্ড
  • পিকো আইটিএক্স মাদারবোর্ড

মাদারবোর্ড এর বিভিন্ন অংশের নাম

মাদারবোর্ড আইটি কন্ট্রোলার

IDE অর্থ হচ্ছে Integrated Drive Electronics এটি ৪০ পিন বিশিষ্ট হয়ে থাকে । মাদারবোর্ড এর সাথে হার্ডডিক্স, সিডিরম, ড্রাইভ,ডিভিডি, ডা্রইভ ইত্যাদি ডিভাইস গুলোর সংযোগ থাকে ।

মাদারবোর্ড বিভিন্ন পোর্টসমূহ

একটি কম্পিউটার মাদারবোর্ড এর প্রতি লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু পোর্ট রয়েছে । যেগুলো দিয়ে বিভিন্ন ভাবে মাদারবোর্ড এর বিভিন্ন যন্ত্রাংশের সংযোগ দেওয়া থাকে । এগুলোকে কানেক্ট পোর্ট বলা হয়ে থাকে । র‌্যাম, হার্ডডিক্স, এসএসডি এগুলো লাগানো থাকে ।

  • মাদারবোর্ড এর পিএস২ পোর্ট
  • প্যারালাল পোর্ট
  • সিরিয়াল পোর্ট
  • ইউএসবি কানেক্টর পোর্ট
  • অডিও সাউন্ট কানেক্টর
  • মাইক্রোফোন কানেক্টর
  • মনিটর বিডিএ কানেক্টর
  • পিএস২ মাউস কানেক্টর

মাদারবোর্ডে সাধারনত যেগুলো থাকে

  • ইনডাক্টর
  • হিট সিংক
  • ক্যাপাসিটর
  • নর্থব্রিজ
  • সাউথব্রিজ
  • স্কুহোল
  • সিপিইউ সকেট
  • ইউএসবি হেডার
  • রেইড
  • FWH
  • সিডিইন
  • জাম্পারস্
  • মেমোরি স্লট
  • ব্যাক পেন
  • সিস্টেম প্যানেল
  • ফ্লপি কানেক্টর
  • ফোর পিন পাওয়ার কানেক্টর
  • ত্রি পিন কেস পেন কানেক্টর
  • ২৪ পিন এটিএক্স পাওয়া সাপ্লাই কানেক্টর
  • এটিএ বা আইডই ডিক্স কানেক্টর
  • সিরিয়াল পোর্ট কানেক্টর
  • এক্সপেনশণ স্লটস

মাদারবোর্ড পরিচিতি

উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনারা আশা করি অনেক কিছূই জানতে পারলেন কম্পিউটার মাদারবোর্ড সম্পের্কে । আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বিশেষভাবে তুলে ধরেছি একটি কম্পিউটারে মাদারবোর্ড কি এবং এটি কিভাবে কাজ করে এবং মাদারবোর্ড এর বিভিন্ন অংশ আরো দেখতে পাচ্ছেন মাদারবোর্ড এর যন্ত্রাংশসমূহ সম্পর্কে ।

কম্পিউটার মাদারবোর্ড পরিচিতি- আশা করি আমাদের লেখনি আপনাদের ভালো লেগেছে । আমরা এই ঠিকানায় আরো এ ধরনের তথ্য সম্পর্কে আলোচনা করেছি আপনারা চাইলে এখানে নিয়মিত কম্পিউটার সম্পর্কিত আরো অনেক তথ্য দেখতে পারবেন । আমাদর এই ওয়েবসাইট ঠিকানায় কম্পিউটার সম্পর্কে আরো অনেক বিষয়ে জানতে পারবেন । তাই নিয়মিত আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।