কম্পিউটার পরিচিতি Computer Introduction

কম্পিউটার পরিচিতি

কম্পিউটার পরিচিতি Computer Introduction: কম্পিউটার পরিচিতি বলতে আমরা সাধারনত বুঝি কম্পিউটার এর পরিচিয় । কম্পিউটার কোথা থেকে এলো , কম্পিউটার এর জন্ম বা আবিস্কার, কম্পিউটার প্রজন্ম কত প্রকার , কোন কোন প্রজন্মে কোন ধরনের কম্পিউটার ব্যবহার হয়েছে বা আবিস্কার হয়েছে । কম্পিউটার এর শ্রেনি বিভাগ , হার্ডওয়ার সফট্ওয়্যার সম্পর্কে পরিচিতি নিয়েই আমাদের আজকের এই আর্টিকেলটি আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে । কম্পিউটার পরিচিতি বিস্তারিত দেখুন এখানে ।

Computer Introduction

কম্পিউটার এর জন্মলগ্ন শুরু হয় কোথা থেকে এবং কম্পিউটার এর যে একটি বেসিক পরিচিতি আছে এটি না জানলে বর্তমান সময়ে অনেক ছোট মনে হয় নিজেকে । কেননা পৃথিবী যেখানে ডিজিটাল এর হাল ধরেছে সেখানে কম্পিউটার সম্পর্কে না জানা বা অজ্ঞাত থাকা খুব একটা আসলেই লজ্জার বিষয় । তাই এ সম্পর্কে জানতে হলে বিস্তারিত দেখুন আজকের এই লেখনি থেকে , তাহলে আপনারা অন্তত কম্পিউটার এর বেসিক যে পরিচিতি সেই সম্পর্কে অনেক ধারনা রাখতে পারবেন ।

কম্পিউটার যেভাবে আবিস্কার হলো

যুগে যুগে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের চেষ্ঠা বা সাধনার ফলে আজকে আধুনিক কম্পিউটারের মতো একটি অন্যতম আবিস্কার আমরা পেয়েছি । কম্পিউটার আবিস্কারের কথা বলতে গেলে কম্পিউটার আবিস্কারক হিসাবে কম্পিউটার সংগঠনের ক্ষেত্রে হাওয়ার্ড এইচ আইকেন কে কম্পিউটারের আবিস্কারক বলা হয় । এবং আধুনিক কম্পিউটারের মৌলিক রুপরেখা তৈরী করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত অধ্যাপক চার্লস ব্যাবেজ । ১৮৩৩ সালে অ্যান্যানিটিক্যাল নামক একটি যন্ত্রের পরিকল্পনা শুরু করেন ।

কম্পিউটার পরিচিতি Computer Introduction

কম্পিউটারের ইতিহাস

মার্ক -১ কম্পিউটার

পৃথিবীর প্রথম কম্পিউটার হচ্ছে মার্ক -১ (Mark-1 Computer) । এটি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড এইচ আইকেন চারজন প্রকৌশলীর সহযোগিতায় ১৯৪৪ সালে এই কম্পিউটার তৈরী করেন । এটি একটি স্বয়ংক্রিয় ইলেকট্রমেটিকেল ডিজিটাল কম্পিউটার । এই কম্পিউটারটির দৈর্ঘ্য ছিলো প্রায় ৫১ ফুট এবং উচ্চতা ৪৮ ফুট ও এর ওজন ছিলো ৫ টন । এ কম্পিউটারের ৩ লক্ষ সুইচ এবং ৭ লক্ষ যন্ত্রপাতি যার জন্য ৫০০ মাইল তার ব্যবহার করতে হয় ।

এবিসি কম্পিউটার

এবিসি কম্পিউটার ABC Computer (Atanasoft Beerry Computer) যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট কলেজের অধ্যাপক জন এটানাসফট এবং ছাত্র ক্লিফবেরি যৌথভাবে আ্যাকুয়াম টিউব ব্যবহার করে ১৯৪২ সালে এই কম্পিউটার আবিস্কার করেন । এতে তথ্য জমা রাখতে ক্যাপাসিটর ও ইন্টার নাল লজিকের জন্য ৪৫ টি টিউব ব্যবহার করা হতো ।

ENIAC Computer

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন মাউসলি এবং তার ছাত্র পেসপার একার্ড মিলে এ কম্পিউটার তৈরী করেন । ১৯৪৩-১৯৪৬ সালে প্রথম প্রজন্মের ডিজিটাল ENIAC Computer তৈরীতে ৩০ হাজার ব্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিলো । এই কম্পিউটারের ওজন ছিলো ৩০ টন । এটা চালাতে বিদ্যুৎ খরচ হতো ১৩০-১৪০ কিলোওয়াট এবং জায়যগা দখল করতো ১ হাজার বর্গফুটের মতো । ফলে খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যেত না । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই কম্পিউটার ব্যবহার করা হয় ডসামরিক কাজের জন্য ।

এ্যাডভ্যাক কম্পিউটার

EDVAC এর পূর্নরুপ হলো Electronic Direceate Automatic Computer এর কাজ শূরু হয় ১৯৪৬ সালে এবং শেষ হয় ১৯৫২ সালে । হাঙ্গেরি বংশোভূত আমেরিকান গনিতবীদ ভন নিউম্যান বাইনারি সংখ্যা ব্যবহার করে তথ্য সংরক্ষনের ব্যবস্থা করেন । এজন্য ড. জনভন নিউম্যান কে আধুনিক কম্পিউটারের জনতক বলা হয় ।

দ্যা ইউনিভ্যাক কম্পিউটার

Universal Automatic Computer এটি হলো বিশ্বের প্রথম বানিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার । আমেরিকার জেনারেল ইলেক্টনিক্স কর্পোরেশ ১৯৫১ সালে UNIVAC-1 নামে বানিজ্যিকভাবে বাজার জাত করে । পরবর্তিতে আইবিএম কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসাবে বাজারজাত করেন । আর এভাবে আজকের বিস্ময়কর এই কম্পিউটার আবিস্কার হয় ।

কম্পিউটার বেসিক পরিচিতি

কম্পিউটার পরিচিতি Computer Introduction- কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশ বা যন্ত্রপাতি সম্পর্কে অবশ্যই আপনাদের জ্ঞান থাকা আবশ্যক । তাই আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি নিয়েও আলোচনা করেছি । আপনারা কম্পিউটারের বিভিন্ন কার্যকারি যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ঠিকানায় । একটি কম্পিউটার বলতে বোঝায় – সিস্টেম বক্স, মনিটর, কী-বোর্ড, মাউস, মাদার বোর্ড, প্রসেসর, র‌্যাম,হার্ডডিক্স, এপিজি কার্ড, সাউন্ড কার্ড, পাওয়ার সাপ্লাইয়ার, কুলিং ফ্যান ইত্যাদি ।

কম্পিউটার পরিচিতি দেখুন

কম্পিউটার পরিচিতি- একটি কম্পিউটার নিয়ে আলোচনা করতে গেলে এই জিনিসগুলো কমন চলে আসে । আর এই যন্ত্রপাতি গুলোর আলাদা আলাদা ধরনের কাজ রয়েছে । যা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি । আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন । আমাদের এই ওয়েবসাইটের হোমপেজে কম্পিউটার সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে । সেখান থেকে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন । এবং কম্পিউটার সম্পর্কে আপনার ফুলফিল ধারনা চলে আসবে আসলে কম্পিউটার তৈরীর পিছনে কোন কোন মাথা রয়েছে এবং আরো অনেক তথ্য ।

Computer Basic Introduction

আধুনিক যুগের এ কৃত্রিম আবিস্কার মানুষের জীবনকে আরো সহজ এবং সুন্দর করে দিয়েছে । আমাদের আজকের দিনে কম্পিউটার একটি এমন ডিজিটাল আবিস্কার যা দিয়ে সকল ধরনের কাজ সম্প্ন্ করা যায় । পূর্বে কম্পিউটারের কিছূ দিক নির্দেশনা ছিলো যে এইসমস্ত কাজ ছাড়া আর কোনকিছূ করতে পারবে না ।

কিন্তু বর্তমান সময়ে কম্পিউটার দিয়ে বলা যায় সকল ধরনের কাজেই হয়ে থাকে । তাই এ কম্পিউটার সম্পর্কে আমাদের খুব ভালো করে জানতে হবে এবং আমাদের জ্ঞান থাকতে হবে । আর এজন্য জানতে হলে আমাদের এই ঠিকানায় এ ধরনের আরো অনেক অজানা তথ্য আপনারা পেতে পারেন খুব সহজেই । সবার আগে জেনে নিন অজানা কিছু তথ্য কম্পিউটার সম্পর্কে ।

কাজী আইটি জোন

কম্পিউটার পরিচিতি Computer Introduction কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার পরিচিতি ইত্যাদি আলোচনা থেকে অবশ্যই আপনারা অনেক জেনে গেলেন আমাদের আজকের এই পোস্টটি থেকে । আশা করি এ ধরনের বিষয়ে জানতে আমাদের কাজী আইটি জোন ডট নেট ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে ভুলবেন না । এখানে নতুন নতুন অজানা আপডেট তথ্য আপনারা খুব সহজেই দেখতে পারবেন । এবং আপনার বন্ধূদের সাথে শেয়ার করতে পারবেন ।