কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি Computer Hardware Introduction : কম্পিউটার হার্ডওয়্যার হলো কম্পিউটার তৈরীর ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশ , যা আমরা সাধারনত স্পর্শ বা দেখতে পারি । কম্পিউটার হার্ডওয়্যার এর দুটি ধরন রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের আজকের এই আর্টিকেলে করেছি । সহজ ভাষায় অনেকে বলে যে কম্পিউটারের যে সমস্ত যন্ত্রাংশ আমরা ধরা ছোয়া করতে পারি সেগুলোই কম্পিউটার হার্ডওয়্যার ।
Computer Hardware Introduction
বর্তমান ডিজিটাল যুগে সময়ের সাথে সাথে ধারাবহিকতার উন্নতির জন্য এবং গুনগত মান উন্নয়নের জন্য কম্পিউটার সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হচ্ছে । এখন দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট আকারের যন্ত্রাংশ অনেক অনেক বড় বড় কাজের জন্য সক্ষম । এবং বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে এ ধরনের বড় বড় কাজ হয়ে থাকে । আগের দিনের মতো এখন আর বড় ধরনের হার্ড ওয়্যার এর যন্ত্রাংশ চোখে খুব কম পরে ।
কম্পিউটার হার্ডওয়্যার বিভিন্ন অংশ এবং কাজ
আপনি কি কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে চান ? কম্পিউটার হার্ডওয়্যার এর বিভিন্ন অংশ এবং সেগুলোর কাজের ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছেন ? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন । এখানে আমরা কম্পিউটারের বিস্তারিত আলোচনা আজকের আর্টিকেল এর মাধ্যমে উপস্থাপন করেছি । এখানে ভালো করে আমদের আজকের কন্টেনটি পড়লে অবশ্যই কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।
কম্পিউটার হার্ডওয়্যার
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি- তো চলুন কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে এর প্রকারভেদ, হার্ডওয়্যার এর বিভিন্ন অংশ এবং বিভিন্ন অংশের যে কার্যপ্রনালী রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেই ।
আমরা যদি বলতে যাই কম্পিউটারের কয়টি অংশ । তাহলে উত্তরে আসবে যে কম্পিউটারের দুটি অংশ । সেগুলো হলো একটি হলো হার্ডওয়্যার । যেটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি । এবং অন্যটি হলো সফটওয়্যার । সফটওয়্যাার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি অন্য একটি পোস্টে আপনার দেখতে পারবেন আমাদের হোমপেজে ফলো করলেই চোখে পরবে । সেখান থেকে অবশ্যই কম্পিউটার সফটওয়্যার সম্পর্কে জেনে নিবেন ।
কম্পিউটার হার্ডওয়্যার এর প্রকারভেদ
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি- এবার আমরা আসি কম্পিউটার হার্ডওয়্যার এর প্রকারভেদ সম্পর্কে । বা শ্রেনি বিভাগ সম্পর্কে । কম্পিউটার তৈরীতে যে সমস্ত হার্ডওয়্যার ব্যবহার হয়েছে বিভিন্ন যন্ত্রাংশকে দুটি ভাগে ভাগ করা হয়েছে ।
ইন্টারন্যাল হার্ডওয়্যার
এক্সট্রা্নাল হার্ডওয়্যার
কম্পিউটার হার্ডওয়্যারকে এই দুই ভাগে আমরা জানতে পারি । এ পর্যায়ে আমরা চিনবো কিভাবে যে কোনটি ইন্টারনাল এবং কোনটি এক্সাট্রানাল । এর জন্য আমাদের প্রত্যেকটি যন্ত্রাংশকে ভাগ করে আলাদা আলাদা করে ব্যাখা না করলে আপনাদের বুঝতে অনেক কষ্ঠ হবে । এজন্য আমরা নিচে উল্লেখ করেছি । নিচে দেখুন ।
ইন্টারন্যাল হার্ডওয়্যার
- Motherboard
- Central Processing Unit (CPU)
- Random Access Memory (RAM)
- Power Supply Unit
- Graphics Processing Unit
- Video Card
- Hard Drive
- Solid State Drive
- Optical Drive
- Card Reader
এক্সট্রা্নাল হার্ডওয়্যার
- Monitor
- Keyboard
- Mouse
- External Hard Drive
- Pen Drive]Flash Drive
- Printer
- Speakers
- Battery Backup(UPS)
কম্পিউটার হার্ডওয়্যার এর কাজ
কম্পিউটার হার্ডওয়্যার ছাড়া এর অস্তিত্য কল্পনা করা সম্ভব নয় । সফটওয়্যার হলো কাজের নির্দেশ মাত্র । কিন্তু হার্ডওয়্যার হলো সেই কাজটিকে বাস্তবায়ন করা । হার্ডওয়্যার সফটওয়্যারকে ধারন করে এবং তার দেওয়া নির্দেশকে বাস্তবায়ন করে ।
যেমন মেন করুন একটি মানুষের আত্মা আছে মন আছে কিন্তু মানুষটির শরীর নেই । সেক্ষেত্রে মানুষটি শুধু ভাবতে পারবে ঠিকই কিন্তু শরীর না থাকাতে সে কোন কাজ করতে পারবেন না । তাহলে কাজ করতে হলে মানুষের শরীরটির প্রত্যেকটি অংশের প্রয়োজন আছে । ঠিক সেরকমি হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের পূর্নাঙ্গ শরীর যা দ্বারা কম্পিউটার এর কাজগুলো হয়ে থাকে ।
কম্পিউটার হার্ডওয়্যার এর প্রকারভেদ
কম্পিউটার হার্ডওয়্যারকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে । নিচের অংশে কম্পিউটার হার্ডওয়্যার এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আপনারা নিচের অংশ থেকে দেখুন ।
(১) ইনপুট হার্ডওয়্যার
(২) প্রসেসিং হার্ডওয়্যার
(৩) আউটপুট হার্ডওয়্যার
(৪) স্টোরেজ হার্ডওয়্যার
(৫) কমিউনিকেশন হার্ডওয়্যার
ইনপুট হার্ডওয়্যার: এই ইনপুট ডিভাইসগুলোকে অধীনভাবে শ্রেনিবদ্ধ করা হয় । ইনপুট ডিভাইস গুলি কম্পিউটারের মধ্যে ফাইল স্থানান্তর করতে সহায়তা করে ।
প্রসেসিং হার্ডওয়্যার: প্রসেসিং হল একটি কম্পিউটারের মূল কাজ । এটিেএমন পর্যায়ে যেখানে তথ্য তথ্যের ভান্ডারে রুপান্তর করা হয় । একবার প্রক্রিয়াকরণ হয়ে গেলে এটি প্রয়োজনীয় উদ্দেশ্যে ব্যবহার এর যোগ্য হয়ে থাকে । যেমন প্রসেসর বা সিপিইউ, এই সমস্ত কাজ করে থাকে ।
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি
আউটপুট হার্ডওয়্যার: যে সমস্ত হার্ডওয়্যার এর মাধ্যমে ডাটা এবং তথ্য প্রচার এবং প্রদর্শন করা হয়ে থাকে তাকে আউটপুট ডিভাইস বা আউটপুট হার্ডওয়্যার বলা হয় ।
স্টোরেজ হার্ডওয়্যার: যেখানে তথ্য সঞ্চিত থাকে । একটি কম্পিউটারের মধ্যে যেমন ধরুন কিছু উইন্ডোজ বা ম্যাক OS এর মতো অপারেটিং সিস্টেমগুলো অভ্যন্তরীন স্টোরেজ এ সঞ্চিত থাকে । স্টোরেজ এর অর্থ হলো হোস্ট ডিভাইস অর্থ্যাৎ একটি কম্পিউটার বন্ধ করা হলেও পরবর্তি সময়ে কম্পিউটার অন করে সহজেই আগের সেভ করা ডাটা ব্যবহারযোগ্য অবস্থায় পাওয়া যায় । এটি হলো স্টোরেজ হার্ডওয়্যার এর কাজ ।
কমিউজনিকেশন হার্ডওয়্যার: কম্পিউটার যে শুধূ ডাটা প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল প্রদান করে তা নয় । এর পাশাপাশি কম্পিউটার হার্ডওয়্যার এর মাধ্যমে বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারে বিভিন্ন তথ্য আদান প্রদান ও করে থাকে । এ ধরনের ব্যবহারকৃত হার্ডওয়্যারকে বলা হয়ে থাকে কমিউনিকেশন হার্ডওয়্যার
কমিউজনিকেশন হার্ডওয়্যার এর কিছু উদাহরন হলো । যেমন,
মডেম
হাব
সুইচ
রিপিটার
ব্রিজ
রাউটার
গেটওয়ে
রেটওয়ার্ক ইন্টারফেজ কার্ড
কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত
কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি- কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আমরা বেশকিছু তথ্য জানতে পারলাম আজকের এই লেখনির মধ্যে । আমরা এ ধরনের তথ্য দিয়ে থাকি আমদের হোমপেজ থেকে লক্ষ্য করুন । এখানে কম্পিউটার সম্পর্কিত অনেক অজানা তথ্য দেখতে পারবেন । যা জানলে আপনাদের অনেক কাজে লাগবে । এ ধরনের আরো বিস্তারিত কম্পিউটার বিষয়ক তথ্য জানতে হলে আমাদের এই ওয়েবসাইট ঠিকানায় নিয়মিত ভিজিট করুন এবং আপনার বন্ধুদের সাথে ওয়েব লিংকটি শেয়ার করতে ভুলবেন না ।