কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান Computer Basic Knowledge: আমরা কম্পিউটার সম্পর্কে অনেকে জানি আবার অনেক এই আছে সাধারন বিষয়গুলো সম্পর্কে বলতে বললে কিছু বলতে পারে না । তাই আমার কাছে মনে হয়েছে কম্পিউটার কি কি নিয়ে গঠিত এই সাধারন বিষয়গুলোর কম্পিউটার ব্যবহারকারীদের নূন্যতম জ্ঞান থাকা বা জানা বাঞ্চনীয়। তাই আজকের পোষ্টে আমরা জানবো কম্পিউটার কি কি নিয়ে গঠিত এবং কম্পিউটার সম্পর্কে সাধারন কিছু বিষয় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের কম্পিউটার সম্পর্কে সাধরন আলোচনা । কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

Computer Basic Knowledge

কম্পিউটার সম্পর্কে আমাদের জানতে হলে সর্বপ্রথম কম্পিউটার কি এই সম্পর্কে জানতে হবে । আমাদের পূর্বের কিছু পোস্টের মাধ্যমে আমরা কম্পিউটার সম্পর্কে আলোচনা করেছি আপনারা চাইলে আমাদের এই ঠিকানায় এসে ক্যাটাগরি থেকে কম্পিউটার সম্পর্কে জানতে পারবেন । এরপরে আপনাদের কম্পিউটার সম্পর্কে জানতে হবে কম্পিউটার কি কি নিয়ে গঠিত ? এই সকল বিষয় না জানলে অনেক সময় বিপদে পরতে হয় । তাই বেসিক এই জ্ঞানসমূহ আপনাদের জানা আবশ্যক ।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার আসলে কি কি নিয়ে গঠিত আমরা সেই সম্পর্কে এখানে আলোচনা করেছি । আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আরো অন্যান তথ্য দেখতে পারবেন । গাহলে আসুন আমরা এখানে কম্পিউটার [কি কি নিয়ে গঠিত সেই সম্পর্কে জানি । নিচের আলোচনা থেকে আমরা জানবো কম্পিউটার আসলে কি কি নিয়ে গঠিত ।

কম্পিউটার কি কি নিয়ে গঠিত

কম্পিউটার চালাতে গেলে আমাদের কম্পিউটার সম্পর্কে জানতে হবে । কি কি জিনিস নিয়ে আমাদের কাংক্ষিত কম্পিউটার গঠিত দেখুন কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান নিচে ।

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান Computer Basic Knowledge: মূলত ৪টি মূল অংশ নিয়ে গঠিত। সেগুলো হলো ইনপুট ইউনিট, মেমোরী ইউনিট, প্রসেসর এবং আউটপুট ইউনিট।

ইনপুট ইউনিট

যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভিতর বিভিন্ন তথ্য উপাত্ত প্রবেশ করানো হয় সেই সকল ডিভাইস সমূহকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইস গুলো হলো মাউস, স্কেনার, কি বোর্ড, টাচপ্যাড, মাইক্রোফোন ইত্যাদি।

প্রসেসর ইউনিট

প্রসেসর ইউনিট কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলা হয়। এই ইউনিটের কাজ হলো বিভিন্ন কমান্ড গ্রহন, তথ্য ধারণ, বিভিন্ন জটিল সমীকরনের সমাধান ও প্রসেসিং করা।এক কথায় বলা যায় প্রসেসর হলো- কম্পিউটার ইনপুট ডিভাইস এর মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপাত্তগুলো প্রসেসর এর মাধ্যমে প্রসেস করে আউটপুট ডিভাইস এর মাধ্যমে ফলাফল প্রদর্শন করা।

আউটপুট ইউনিট

আউটপুট ইউনিট হলো কম্পিউটারের যে অংশগুলি দিয়ে ইনপুট তথ্য-উপাত্ত প্রসেসর এর মাধ্যমে প্রসেস করে সমাধান করতঃ ফলাফল প্রদর্শন করে তাকে আউটপুট ইউনিট বলে। যেমনঃ প্রিন্টার, মনিটর, স্পীকার ও সাউন্ড সিস্টেম ইত্যাদি।

শেষ কথা

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান Computer Basic Knowledge – আজকের পোষ্টে আমরা জানতে পারলাম কম্পিউটার কি কি নিয়ে গঠিত এবং কম্পিউটার এর সাধারন জ্ঞান সম্পর্কে জানতে পারবেন । আশা করি আলোচিত পোষ্টের মাধ্যমে আজকের আর্টিকেলটিতে কম্পিউটার কি কি নিয়ে গঠিত এবং কম্পিউটার সম্পর্কে সাধারন জ্ঞানের কিছু গুরুত্বপূর্ন আলোচনা বিষয়াদি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন । এ ধরনের আরো কম্পিউটার সম্পর্কে জানতে হলে আমাদের এই ঠিকানায় আপডেট তথ্য দেখুন । আমাদের আর্টিকেলটি ভালো লাগলে আমাদের ওয়েবসাইট ঠিকানাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ।