কাজী আইটি জোনে আপনাকে স্বাগতম
আসুন প্রথমে মহান আল্লাহর প্রশংসা ও তাঁর কৃতজ্ঞতা স্বীকার করি। কাজী আইটি জোন কর্তৃপক্ষ- ২০১৭ সাল হতে আমরা প্রযুক্তির মাধ্যমে সকল প্রযুক্তিগত সেবা দেশ-বিদেশের মানুষকে দিয়ে আসছি এবং আমরা আরো প্রতিশ্রুতিবদ্ধ যে, এদেশের বেকার শিক্ষিত ও অসহায় মানুষের জীবন যাত্রার মান পরিবর্তন করবো। আমরা বাংলাদেশ ভিত্তিক একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা, শিক্ষা ও অনলাইন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, প্রতিভা লালন এবং তথ্য প্রযুক্তির দ্রুত গতির বিশ্বে আরো উন্নতির জন্য প্রত্যেক ব্যক্তিদের কর্ম ক্ষমতায়নের জন্য নিবেদিত।
আমাদের লক্ষ্য
আমাদের লক্ষ্য হলো ছাত্র-ছাত্রী, যে কোন পেশাদার ব্যক্তি এবং উচ্চাকাঙ্ক্ষী প্রযুক্তি উত্সাহীদের বিশ্বমানের অনলাইন সেবা, শিক্ষা এবং প্রযুক্তিগত ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা। আমরা প্রথাগত শিক্ষা এবং প্রযুক্তি শিল্পের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ব্যবধান পূরণ করার চেষ্টা করি, আমাদের শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে গড়ে তুলি।
লোকেরা কেন কাজী আইটি জোন বেছে নেয়?
অভিজ্ঞ ব্যক্তি: বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি দ্বারা আইটি সেবা প্রদান ও জ্ঞানী প্রশিক্ষক দ্বারা ছাত্র-ছাত্রীদের সরাসরি ও অনলাইনভিত্তিক প্রশিক্ষণ প্রদান ১০০% শতভাগ সাফল্য অর্জনের নিমিত্তে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করার জন্য নিবেদিত।
ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান: আমাদের বিভিন্ন কোর্সের পাঠ দান পদ্ধতি এমনভাবে সাজানো হয়েছে যে, যা দেখে এবং শিখে যে কোন বেকার ব্যক্তি কর্মজীবী হবে। যে কোর্স এর জন্য যতটুকু হাতে কলমে শিক্ষা প্রয়োজন, সে কোর্সটি ততটুকু যত্ন সহকারে তৈরি করা হয়েছে, আমাদের অনলাইন সেবা ও কোর্সসমূহ শতভাগ গ্যারান্টি দেয় যে, বেকার বা অসহায় জীবন হতে কর্মময় জীবনে ধাবিত হয়ে সফল্য অর্জন করা সম্ভব।
ক্যারিয়ার সাপোর্ট: আমরা শুধু শিক্ষাতেই থেমে নেই বরং কেরিয়ার কাউন্সেলিং করাবো নিশ্চিত, প্লেসমেন্ট সহায়তা, এবং নেটওয়ার্কিং বা অনলাইন সুযোগ সুবিধা দিয়ে আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের তাদের কাজের সন্ধানে সহায়তা করি।
আমাদের অনলাইন ও অফলাইন কোর্সসমূহ:
সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোর্স: প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব এ্যাপ ডেভেলপমেন্ট কোর্সমূহ অনলাইনে অভিজ্ঞ প্রক্ষিককের মাধ্যমে করানো হয়।
ডিজিটাল মার্কেটিং কোর্স: অনলাইন মার্কেটিং, এসইও, গুগল অ্যাডসেন্স মনিটাইজেশন করে অর্থ ইপার্জন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এছাড়াও মেক মানি অনলাইন মাল্টিপল টিপস্।
কম্পিউটার সার্টিফিকেট কোর্স: কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোসিং কোর্স, কম্পিউটার মাল্টিমিডিয়া এন্ড এনিমেশন কোর্স, কম্পিউটার ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট কোর্স এসকল কোর্স শেষে বাংলাদেশ কারিগরি বোর্ড কর্তৃক পরীক্ষায় উর্ত্তীন্নদের বোর্ড সনদ প্রদান করা হবে। যা সকল সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখবে।
কাজী আইটি জোন এর সেবাসমূহ:
আমাদের সেবাসমূহ: স্বল্প মূল্যে আকর্ষণীয় ডিজাইনে ব্যক্তিগত ওয়েবসাইট, এনজিও, ব্যাংক, বীমা, কোম্পানির, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ই-কমার্স বিজনেস ওয়েবসাইট ও এ্যাপ তৈরী করে নিতে যোগাযোগ করুন হোয়াট এ্যাপ- 01723-115974 বা আমাদের মেইল করুন kaziitzone@gmail.com এছাড়াও ফেসবুক পেজে ম্যাসেস করুন facebook.com/kaziitzone
জীবন মান উন্নয়নে কাজী আইটি জোন এ যোগ দিন
আসুন দেশ ও জাতিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে দৃড় প্রচেষ্টায় যে যার স্থান হতে প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহন করি। হিংসা ও অহংকার ভূলে গিয়ে সকলের দক্ষতা শেয়ার করি।